এই সাইটটির প্রতিটি ফাইল আমরা নিজেরা টেস্ট করে থাকি এবং শতভাগ নিশ্চিত হওয়ার পর আপলোড করে থাকি। তার পরও যদি আমাদের কোন ফাইলে সমস্যা দেখা দেয়, তাহলে বিষয়টি কর্তৃপক্ষকে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমরা চেষ্টা করব আপনাদের ভাল কিছু দেওয়ার। ধন্যবাদ। Call +8801673716018

root কি? কিভাবে android ফোন রুট করবেন? রুট কি?




কোন android বা smart phone root করলে আপনি সব কিছুই নিজের ইচ্ছা মত চালাতে পারবেন এবং মনের মত করে আপনার অ্যান্ড্রয়েড ফোন সাজাতে পারবেন।যখন কোন android mobile তৈরি করা হয় তখন সেখানে কিছু পারমিশন বন্ধ করে দেয়া হয় ফোনকে সুরক্ষিত রাখার জন্য।android ফোনের framework এর কিছু কিছু permission বন্ধ করে দেয়ার কারনে আপনার ফোনের কোন ক্ষতি হয় না। কিন্ত আপনি যদি আপনার ফোন রুট করেন কাহলে সেই ফোনের লুকিয়ে রাখা সকল পারমিশন পাবেন এবং আপনার ইচ্ছে মত সব কিছু নিজের মত করতে পারবেন।কিন্ত রুট করার পর আপনার ফোনের ওয়ারেন্টি চলে যাবে,ফলে আপনার ফোনের কোন ক্ষতি হলে সেই কোম্পানি সেই ফোন আর ঠিক করে দিবে না।সুতরাং রুট করলে নিজের রিক্স এই করতে হবে।ধরুন আপনি আপনার ফেন রুট করেছেন,এবং সেখানে একটি custom rom install করেছেন কিন্ত সেই কাস্টম রমে বাগ (bug) থাকার কারনে আপনার ফোনটি ব্রিক (break) করেছ মানে চালু হচ্ছে না,সেখেত্রে আপনার ফোন কোম্পানী কোন ভাবেই আপনার ফোন ফ্রি সার্ভিসিং করবে না।সুতরাং নিজে risk নিয়েই আপনার ফোন রুট করতে হবে।রুট করার পর আপনার ফোনের সব লুকনো ফিচার পাবেন এবং আপনার মত করে নিয়ন্ত্রন করতে পারবেন।
root করলে কি পাবেন?
আপনি যদি আপনার ফোন root করেন তাহলে যে কোন সুবিধাই পেতে পারেন।আপনার ফোনের ক্যামেরা,সিস্টেম,সেটিংস্,boot,লোগো,font সহ আরো অনেক কিছু পরিবর্তন করতে পারবেন।সবার রুট করারর আসল কারন হচ্ছে কাস্টম পর,কাস্টম রম এর সাহায্যে আপনি আপনার ফোন iPhone কিংবা samsung galaxy এর মত করেতে পারবেন।অনেকেই আছেন যারা বিভিন্ন ফোন এর ফাংশান পছন্দ করে থাকেন,এবং আপনার android phone টি সেই ফোনের মত করতে চান।এক্ষেত্রে আপনার ফোন অবশ্যই রুট করতে হবে।আমার মতে ফোন রুট করাই অনেক ভালো।আপনার যদি কম্পিউটার থাকে তাহলে আপনি নিজের ছবি দিয়েও আপনার ফোন এর on/off লোগো তৈরি করতে পারবেন,এছাড়াও সব কিছুর পরিবর্তন আনতে পারবেন।আর আপনি যদি প্রোগ্রামিং জানেন তাহলে তো কথায় নেই,যেমন ইচ্ছে তেমনই করতে পারবেন আপনার ফোন।আসুন আগে জেনে নেই Custom ROM কি?
custom rom কি?
কাস্টম রম হচ্ছে আপনার ফোনের যাবতীয় function এর বিভিন্ন সেটিংস্ সহ ফন্ট এর style চেন্জ করা যায়।ধরুন আপনার ফোন হচ্ছে walton prino F4,এবং আপনি এটাকে আইফোন (iPhone5) এর মত করতে চান তাহলে আপনাকে iPhone5 এর custom rom download বা তৈরি করতে হবে।যদি আপনার কম্পিউটার থাকে তাহলে আপনি আপনার ফোনে iPhone5 এর custom ROM install করতে পারবেন।এবং সেটাকে edit করতে পারবেন।এমনকি আপনার ফোনে আপনি যে যে function পছন্দ করেন সেগুলো যোগ করে নিতে পারবেন।আমি এখানে আপনাকে বলে বুঝাতে পারব না যে কত গুলো সুবিধা উপভোগ করতে পারবেন।তবে এটুকুই বলছি যে,আপনার ফোন যদি আপনি সঠিক ভাবে রুট করতে পারেন তাহলে অনেক কিছুই করতে পারবেন।রুট করার পর যদি আপনার ভালো না লাগে তালে unroot করতে পারবেন।তো আমি আনরুট করার ব্যপারে এই টিউটোরিয়ালটি লিখছি না,আমি আজ আপনাদের দেখাব কিভাবে আপনার android mobile রুট করবেন।
কিভাবে root করবেন?
বিভিন্ন ফোন রুট করার জন্য বিভিন্ন software এর প্রয়োজন হয়,আপনি কম্পিউটার দিয়ে অথবা মোবাই দিয়েই আপনার ফোনটি রুট করতে পারেন।আমি আজ দেখাব কিভাবে মোবাইল দিয়ে আপনার ফোনটি রুট করবেন।তো চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাকঃ

প্রথমে KingRoot  app টি ডাউনলোড করুন এবং আপনার android ফোনে install করুন।রুট করা তেমন কোন কঠিন কাজ নয়,আমি যেভাবে বলছি সেভাবেই কাজ করুন তাহলে ১০০% সফল হবেন।এবার install করা KingRoot app টি open করুন তাহলে নিচের চিত্রের মত দেখতে পাবেন।সেখানে মাঝখানে যে গোলআকার একটি চায়না এবং english লেখা দেখতে পাবেন সেখানে ক্লিক করুন (অবশ্যই নেট কানেকশন চালু রাখবেন) নিচে দেখুনঃ

বিঃদ্রঃ এখানে আমি symphony W69Q রুট করে দেখিয়েছি।তবে আপনি যে কোন ফোন এই app দিয়েই রুট করতে পারবেন (কিছু ফোন এই app দিয়ে রুট নাও হতে পারে)
মাঝখানে ক্লিক করার পর কিছুক্ষন অপেক্ষা করুন।নিচের চিত্রের মত আসলেই আপনার ফোন রুট হয়ে যাবে।
হু আপনার ফোন রুট হয়ে গেছে।এখন আপনিযদ আপনার ফোনে custom rom install করতে চান তাহলে CMW Recovery দিয়ে কাজ করতে হবে।আমি পরের টিউটোরিয়ালে লিখব কিভাবে আপনার android ফোনে কাস্টম রম ইন্সটল করবেন।

আজ এখানেই শেষ করছি,আপনাদের সারা পেলে খুব শিঘ্রেই পরের টিউটোরিয়াল নিয়ে হাজির হব।সেই সাথে সবাই ভালো থাকুন এবং HowTrick এর সাথেই থাকুন।

No comments

Powered by Blogger.