এই সাইটটির প্রতিটি ফাইল আমরা নিজেরা টেস্ট করে থাকি এবং শতভাগ নিশ্চিত হওয়ার পর আপলোড করে থাকি। তার পরও যদি আমাদের কোন ফাইলে সমস্যা দেখা দেয়, তাহলে বিষয়টি কর্তৃপক্ষকে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমরা চেষ্টা করব আপনাদের ভাল কিছু দেওয়ার। ধন্যবাদ। Call +8801673716018

অনেকেই বাংলা টাইপের জন্য ফোনেটিক ব্যবহার করেন; কিন্তু দ্রুত টাইপিং এর ক্ষেত্রে ফোনেটিক বড় বাধা মনে হয়

অনেকেই বাংলা টাইপের জন্য ফোনেটিক ব্যবহার করেন; কিন্তু দ্রুত টাইপিং এর ক্ষেত্রে ফোনেটিক বড় বাধা মনে হয় আমার কাছে। তাই আপনাদের জন্য ফোনেটিক এর কাছাকাছি প্রভাত লে-আউটে বাংলা লেখার কিছু টিপস দিলাম।
এ প্রসঙ্গে যাওয়ার আগে বলা ভাল যে, আমি নিজে প্রভাত শিখছি((লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে)) খুব বেশীদিন হয়নি।
তাহলে শুরু করা যাক,
সাধারন অক্ষর সমূহ
স্বরবর্ণঃ   

অ= Aআ= v,  ই= Iঈ= Eউ= Uঊ= Wঋ= Vএ= y,  ঐ= Yও= o,  ঔ= O
ব্যঞ্জনবর্ণঃ    
ক= k,  খ= Kগ= g,  ঘ= Gঙ= Mচ‌= c,  ছ= Cজ= j,  ঝ= Jঞ= &(&=shift+7),  ট= t,  ঠ= Tড= d,  ঢ= Dণ= Nত= f,  থ= Fদ= q,  ধ= Qন= n,  প= p,  ফ= Pব= b,  ভ= Bম= m,  য= Zর= r,  ল= l,  শ= x,  ষ= Sস= s,  হ= h,  ড়= Rঢ়= Xয়= z,
া= a
ি= i
ী= e
ু= u
ূ= w
ৃ= <
্র(রেফ)= r/(যে বর্নের সাথে রেফ দিতে চান সেটি বসান এখানে), যেমনঃ r/k= র্ক
ে= [
ৈ= {
ো= ]
ৌ= }
্য(য ফলা)= (যে বর্নের সাথে য ফলা দিতে চান সেটি বসান এখানে)/Z, যেমন, n/Z=ন্য
ৎ= *(*=shift+8)
ঃ= H
ঁ= >
ং= L
যুক্তাক্ষর সমূহঃ
ক্ষ = ক + ষ = k/S
ঙ্ক = ঙ + ক = M/k
ঙ্গ = ঙ + গ = M/g
জ্ঞ = জ + ঞ = j/& (&=shift+7)
ঞ্চ = ঞ + চ = &/c (&=shift+7)
ঞ্ছ = ঞ + ছ =  &/C (&=shift+7)
ঞ্জ = ঞ + জ = &/j (&=shift+7)
ত্ত = ত + ত = f/f
ষ্ণ = ষ + ণ = S/N
হ্ম = হ + ম = h/m
ণ্ড = ণ + ড = N/d
প্রভাতে কোন কীতে কোন অক্ষর এটা জানা যায় সহজেই। যুক্ত করার জন্য দুই বর্ণের মাঝে ইংলিশ কীবোর্ডের / (স্ল্যাশ) টাইপ করতে হয় যেটা আসলে ্ দেখায়। আর যুক্তাক্ষর লেখার জন্য সেই যুক্তাক্ষর কোন কোন অক্ষরের সমন্বয়ে সেই বানানটা জানতে হবে।
বিঃ দ্রঃ অভ্র এর কিবোর্ড লে-আউট অথবা মাউস লে-আউটের সাহায্য নিতে পারেন। সেক্ষেত্রে যুক্তাক্ষর পাবেন না।


No comments

Powered by Blogger.