এই সাইটটির প্রতিটি ফাইল আমরা নিজেরা টেস্ট করে থাকি এবং শতভাগ নিশ্চিত হওয়ার পর আপলোড করে থাকি। তার পরও যদি আমাদের কোন ফাইলে সমস্যা দেখা দেয়, তাহলে বিষয়টি কর্তৃপক্ষকে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমরা চেষ্টা করব আপনাদের ভাল কিছু দেওয়ার। ধন্যবাদ। Call +8801673716018

এক নিমিষে সনাক্ত করুন ভাইরাস ও ১০০% ভাইরাস থেকে মুক্ত থাকুন



এক নিমিষে সনাক্ত করুন ভাইরাস ১০০% ভাইরাস থেকে মুক্ত থাকুন

Description: Loading ... Loading ...


সবাইকে অনেক সালাম শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। আজকের ব্লগটি একদম ছোট্ট। আশা করি ব্লগের নাম দেখেই বুঝতে পেরেছেন আজকের ব্লগটি কি নিয়ে। যাক আর কথা নয়, এবার আসুন ব্লগে
ভূমিকা
ভাইরাস আমাদের নিত্য দিনের সঙ্গী। এর থেকে যতই দূরে থাকতে আমরা চাই না কেন, এটি আমাদের ছাড়তে চায় না। স্কুল জীবনে আমার এক শ্রদ্ধেয় শিক্ষক বলেছিলেনতোমরা পড়ার টেবলকে ছাড়লেও, পড়ার টেবিল তোমাদের ছাড়বে নাঠিক রকমই ভাইরাসের কাহিনী কম্পিউটারের সাথে। পেনড্রাইভে ভাইরাস বা ওয়ার্ম থাকলে অনেক সময় সনাক্ত করা যায় না। ফ্রী এন্টিভাইরাস সকল ভাইরাস সনাক্ত করতে পারে না। যার দরুন, আমরা প্রায়ই পেনড্রাইভ থেকে ভাইরাস দ্বারা আক্রান্ত হই। তবে আপনি ইচ্ছা করলে খুব সহজেই আপনার পেনড্রাইভের ভাইরাস সনাক্ত করতে পারেন
কার্যপ্রণালী
  • ইউএসবি পোর্টে আপনার পেনড্রাইভটি প্রবেশ করান
  • এবার স্টার্ট মেনু থেকে রানে যান (Start >>> Run)
  • মাই কম্পিউটার খুলে দেখে নিন আপনার পেনড্রাইভের ড্রাইভ লেটার
  • এখন আপনার পেনড্রাইভের ড্রাইভ লেটার J হলে কমান্ড প্রোম্পটে J: লিখে এন্টার করুন
  • এবার dir/w/o/a/p কমান্ড লিখে এন্টার দিন
  • তাহলে আপনার পেনড্রাইভের সকল ফাইল সমূহ দেখাবে
  • ফাইলের তালিকা দেখুন RVHost.exe, Ravmon.exe, New folder.exe, Autorun.inf ইত্যাদি নামের ফাইল বা .exe এক্সটেশনের কোন ফাইল আছে কিনা
  • থাকলে attrib –h –r –s –a *.* লিখে এন্টার করুন
  • এবার del filename লিখে এন্টার করুন। এখানে filename যে ফাইলটি ডিলেট করতে চান তার নাম হুবুহু লিখুন
  • যেমন- আপনি যদি Autorun.inf ফাইলটি ডিলিট করতে চান, তাহলে লিখুন del Autorun.inf এবার এন্টার করুন
এভাবে আপনি যে কোন সন্দেহজনক ফাইল ডিলিট করতে পারেন
সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভাল থাকবেন, আল্লাহ হাফেজ….


No comments

Powered by Blogger.