এই সাইটটির প্রতিটি ফাইল আমরা নিজেরা টেস্ট করে থাকি এবং শতভাগ নিশ্চিত হওয়ার পর আপলোড করে থাকি। তার পরও যদি আমাদের কোন ফাইলে সমস্যা দেখা দেয়, তাহলে বিষয়টি কর্তৃপক্ষকে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমরা চেষ্টা করব আপনাদের ভাল কিছু দেওয়ার। ধন্যবাদ। Call +8801673716018

২০০০/xp সেটাপের সময় product key দেওয়ার ঝামেলা বাদ দিন



অফিস সেটাপ দেওয়ার সময় আমাদের প্রত্যেকবার এর product key দেওয়ার প্রয়োজন হয়। কিন্তু যদি এমন করা যায় যে, অফিস সেটাপ দেওয়ার সময় এর product key সয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যাবে। নিচের ট্রিকসটির মাধ্যমে তাই করা যাবে। 

আপনার পিসির হার্ডডিস্কে সিডি থেকে অফিস কপি করুন। এবার এর সেটাপ ফোল্ডারে থেকে setup.ini ফাইলটি খুজে বের করুন। এরপর setup.ini ফাইলটি ওপেন করুন এবং যুক্ত করুন নিচের লাইনগুলো:
\PIDKEY=<product key without dashes> in option section>\
[Options]
PIDKEY=********************
এখানে ******************** এর স্থলে আপনার product key টি লিখবেন। আপনি সেটাপ ফাইলটি খুজে পাবেন রুট এ অথবা FILES/SETUP ফোল্ডারে। মনে রাখবেন product key এর মাঝে কোন ড্যাস বা স্পেস দেওয়া যাবে না।।

No comments

Powered by Blogger.